পাখি বিষয়ক যেকোনো মতামত জানাতে আমাদের ইমেইল করুন এই ঠিকানায়ঃ-pakhibuzz@gmail.com

Budgerigar এর খাদ্য প্রোটিন


Budgerigar এর খাদ্য প্রোটিন
Budgerigar এর খাবার সাধারণত বীজের উপর নির্ভর করে।কিন্তু Budgie শাক-সব্জী ও ফলও খেয়ে থাকে। যখন খাবার তাদের পছন্দ না হয় তখন তারা তা খায় না। তারা সবসময় কাঁচা ও টাটকা খাবার খায়। তাই অনেক সময় দেখা যায় যে, যখনই তাদের কোন খাবার দেয়া হয় তারা খায় না।আজকে আমরা Budgerigar এর খাবার প্রোটিন নিয়ে আলোচনা করব।

লালমাথা কুচকুচি

লালমাথা কুচকুচিঃ লালমাথা কুচকুচির বৈজ্ঞানিক নাম হল Harpactes erythrocephalus। যার অর্থ রাঙ্গামাথার ফলচোর(গ্রিকঃ harpactes= ফলচোর,eruthro = লাল,kephalos = মাথা। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ২৫ লাখ ২০ হাজার বর্গ কিলমিটার।আবাসস্থল এত বিশাল হলেও পুরো এলাকাটির মাত্র অল্পসংখ্যক হ্রাস পেয়েছে।তবে এদের মোট সংখ্যা এখনও আশংকাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়নি।সেকারনে আই.ইউ.সি.এন. এই প্রজাতিটিকে Least concern বা ন্যুনতম বিপদ্গ্রস্ত বলে ঘোষণা করেছে।লালমাথা কুচকুচি বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি।বাংলাদেশের বন্যপ্রানী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

Cockatiels


Cockatiels:স্নেহশীল ও চতুর প্রানী হিসেবে Cockatiels সবচেয়ে জনপ্রিয় পাখি।ইউরপীয়রা
 সর্বপ্রথম এই স্নেহশীল পাখি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসে। আর তারা এই পাখির
 জনপ্রিয়তা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে ধূসর প্রজাতির Cockatiels 
ছাড়াও আরও অনেক Budgerigar( Parakeet) এবং কিছু ক্যানারি প্রজাতির পাখি 
আছে।কিন্তু এর মধ্যে Cockatiels শীর্ষে আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

খাঁচা ক্লিনার


কোন মানুষ চায় না সে খারাপ পরিবেশ এ বাস করতে।পাখিরাও ঠিক তাই।আর পাখি পালক হিসেবে আপনারও একটা দায়িত্ব আছে পাখির সুস্বাস্থ্য নিশ্চিত করা।আর এই সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আপনি নিজেই ঘরে বসে তৈরী করতে পারেন পাখির খাঁচা পরিস্কারক।শুধু চাই একটু মেহনত আর অল্প পরিমাণে টাকা।

পাখির বাসা নির্বাচন


পাখির বাসা নিবাচনঃ

পাখির থাকার জন্য একটি ঘরের প্রয়োজন হয়। যেমন টা আমাদের দরকার হয়।প্রত্তেকেই তার পাখির বাসাটিকে সুন্দর ও গোছালো রাখতে চান।কিন্তু কখনো এটা চিন্তা করেছেন যে,একটা পাখির জন্য কত টুকু খাঁচার দরকার হয়?বা একটা পাখির কতটুকু খাঁচা হলে তার পরিপূর্ণ বৃদ্ধি ব্যাহত হবেনা?আজ আমরা এই প্রসঙ্গে আলোচনা করব।

খাঁচা পরিষ্কারকরণ


খাঁচা পরিষ্কারকরণঃ
খাঁচা পরিস্কার প্রথম দিকে একটু মজার হলেও কিছুদিন পর অনেকের এই আগ্রহ থাকেনা।তবে আপনারা চাইলে পরিস্কার করার জন্য একটা সময় নির্ধারণ করতে পারেন।যেমন,প্রতিদিন বা সাপ্তাহিক বা মাসিক এইভাবে আপনি ভাগ করে নিতে পারেন।

পাখি কেনার আগে কিছু করনীয়


পাখি কেনার আগে করনীয়ঃ

আপনার কি সত্যিই একটি পোষা পাখি চাই?এটা তো সত্যি যে আপনি ইতিমধ্যে আপনার সেই পোষা পাখির একটা সুন্দর নাম বাছাই করে রেখেছেন! আপনি নিশ্চয়ই দিন ঠিক করে রেখেছেন যে,সপ্তাহের কোন একদিন পাখি কিনতে যাবেন।কিন্তু পাখি কিনতে যাওয়ার আগে আপনি কি জানেন এদের সম্পর্কে? আমি আপনাদের জানাব পাখি কিনতে যাওয়ার আগে কিছু বিষয়ে আপনার জানা অত্যন্ত দরকার।