পাখি বিষয়ক যেকোনো মতামত জানাতে আমাদের ইমেইল করুন এই ঠিকানায়ঃ-pakhibuzz@gmail.com

Cockatiels


Cockatiels:স্নেহশীল ও চতুর প্রানী হিসেবে Cockatiels সবচেয়ে জনপ্রিয় পাখি।ইউরপীয়রা
 সর্বপ্রথম এই স্নেহশীল পাখি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসে। আর তারা এই পাখির
 জনপ্রিয়তা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে ধূসর প্রজাতির Cockatiels 
ছাড়াও আরও অনেক Budgerigar( Parakeet) এবং কিছু ক্যানারি প্রজাতির পাখি 
আছে।কিন্তু এর মধ্যে Cockatiels শীর্ষে আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এই পাখি অনেকের কাছে ‘’Tiels” নামে পরিচিত।এর অনেক বিশেষত্ব আছে তবে এটা 
বলা কঠিন যে কোন বিশেষত্ব টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদের যে বিশেষত্ব আছে তার মধ্যে হলঃ 
এদের দাম খুবই কম,শান্ত,পরিচ্ছন্ন,বুদ্ধিমান,কষ্টসহিঞ্চু,ক্রিড়নশীল,সহজেই প্রশিক্ষন, সহজেই 
ব্রিড করা যায়।তারা খুব তাড়াতাড়ি কথা বলা শিখতে পারে,বিশেষ করে পুরুষ পাখিগুলো।
এবং সকল প্রকার ট্রিক্স এর মাধ্যমে কথা বলতে পারে। আপনি কি কোন এপার্টমেন্ট বা 
কন্ডমিনিয়ামে বাস করেন? সেখানে কি বাচ্চারা থাকে? আপনি কি অনেক বেশি সময় নিয়ে 
বেড়াতে যেতে চান কিন্তু পাখির জন্য যেতে পারছেন না? আপনার কি নির্দিষ্ট বাজেট আছে? 
  তাহলে আপনার জন্যই Cockatiels
Cockatiels হল অস্ট্রেলিয়ার ৫২ প্রজাতির পাখির মধ্যে একটি। তাদের সম্পর্কে সবচেয়ে মজার 
বিষয় হল তারা অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুত উরন্ত পাখি। অস্ট্রেলিয়রা তাদের Quarrian বলে ডাকে।
এবং তারা Weiro নামে পরিচিত।

Cockatiel Varieties


Cockatiels পাখির বৈশিষ্টঃ
পাখির আচরনঃ
 Cockatiels বুদ্ধিমত্তার কারনে ও বৃত্তাকার ব্যক্তিত্তের কারনে এই পাখি সব পরিবারের জন্য 
জনপ্রিয় হয়েছে। এদের স্নায়ুবিক অভ্যাস ও মানসিক রোগ কম হয়ে থাকে।এদের পুরুষ ও মাদী 
পাখিরা প্রায়ই অন্য যেমন,budgergars এবং Lovebirds দ্বারা প্রভাবিত হয়।কিন্তু যদি একটু 
সচেতন দৃষ্টি রাখা হয় তাহলে এই সমস্যা আর থাকবেনা।
প্রশিক্ষণঃ
প্রত্যেক পাখির প্রশিক্ষন শুরু হয় বিশ্বাস থেকে। আর এর জন্য দরকার অল্প সময় আর ধৈর্য।
Cockatiels পাখির দ্রুত প্রশিক্ষন এর জন্য কিছু টিপসঃ


১.প্রথমত আপনার পাখির উইংস ফ্লাইট কমাতে হবে।
২.ছোটো রুমে স্বাধীনভাবে কাজ করতে হবে।
৩.প্রতিদিন ২০ মিনিট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষন দিতে হবে।
৪.ধীরে ধীরে কথা বলা ও ধীরে মুভ করা শিখাতে হবে।
৫.যদি আপনার পাখি Biter হয় তাহলে প্রথমে লাঠি দিয়ে শুরু করুন।এরপর আপনার আঙ্গুল 
     দিয়ে শুরু করবেন।
৬.যদি আপনার পাখি মৌলিক বিষয়গুলো শিখে থাকে তাহলে আপনি তাঁকে Advance ট্রিক্স গুলো 
     শিখাতে পারেন।
৭.নিজেকে বেশি প্রাধান্য না দিয়ে আপনার পাখিকে অবশ্যই অন্যান্য ব্যাক্তিদের সাথে পরিচয় করিয়ে       দিতে হবে।
Cockatiels এর মূলত উচ্চ কন্ঠ আছে।কিন্তু এরা ভালো Talker হতে পারেনা। কিন্তু ভালো প্রশিক্ষন ও       ধৈর্যের  মাধ্যমে প্রশিক্ষিত করা সম্ভব।পুরুষ Cockatiels মহিলা Cockatiels দের চেয়ে ভালো শেখার প্রবনতা আছে।
পাখির প্রকারভেদঃ

Cockatiel ব্রিডিং:

Cockatiels ব্রিডিং এর কথা যখন আসছে তখন একটা কথা শুনে আপনারা আশ্চর্য হবেন যে,এর অনেক অনেক বৈচিত্র্যময় প্রকারভেদ আছে। ১৯০০ সালের মাঝামাঝি সময়ে প্রাকৃতিক রঙের গ্রে Cockatiels দিয়ে pieds,Cinnamons,lutinos ইত্যাদির mutation তৈরি করেন। এরপর সাদা মুখবিশিস্ট silver ও albino তে উন্নত করা হয়।এই আবিস্কার অনেক জনপ্রিয় হয় সবার কাছে।সাম্প্রতিক কমলা রঙের ঝুঁটিওয়ালা পুরুষ পাখির আবিস্কার হয়েছে।যাদের চেহারা ও ঝুঁটি একটু বর্ধিত কমলা রঙের।বর্তমানে Breeder রা lutino cockatiel এর পিছনের টাক প্যাঁচ দূর করার জন্য কাজ করছে।
প্রাকৃতিক Cockatiel:
গ্রে Cockatiel: এই Cockatiel এর রঙ প্রাকৃতিক।এদেরকে মাঝে মাঝে “সাধারন গ্রে Cocktiel বা wild type Cockatiel বলে ডাকা হয়।

প্রাথমিক Mutation Cockatiel:

Pied Cockatiel,Lutino Cockatiel,Pearl Cockatiel,Cinnamon(দারুচিনি) Cockatiel,Silver Cockatiel.
এছাড়াও আরও কিছু Mutation Cockatiel আছেঃ
Cinnamon Pearl Cockatiel,White faced Cockatiel,Albino Cockatiel,Yellow cheek Cockatiel,Fallow Cockatiel,Emerald Cockatiel,Pastel Cockatiel,Platinum Cockatiel.