পাখি বিষয়ক যেকোনো মতামত জানাতে আমাদের ইমেইল করুন এই ঠিকানায়ঃ-pakhibuzz@gmail.com

খাঁচা পরিষ্কারকরণ


খাঁচা পরিষ্কারকরণঃ
খাঁচা পরিস্কার প্রথম দিকে একটু মজার হলেও কিছুদিন পর অনেকের এই আগ্রহ থাকেনা।তবে আপনারা চাইলে পরিস্কার করার জন্য একটা সময় নির্ধারণ করতে পারেন।যেমন,প্রতিদিন বা সাপ্তাহিক বা মাসিক এইভাবে আপনি ভাগ করে নিতে পারেন।
নিচে কিভাবে আপনি দৈনিক এবং সাপ্তাহিক পরিস্কার করবেন তার রুটিন দেওয়া হলঃ
দৈনিক রুটিনঃ
মলিন খাঁচা পাখিদের স্বাস্থ সমস্যার প্রধান কারন।আর এই সাস্থ সমস্যা প্রতিরোধে আপনাকে অবশ্যই প্রতিদিন খাঁচা পরিস্কার করতে হবে।আপনি যদি প্রতিদিন ধুইতে চান তাহলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেনঃ
১/ খাঁচার লাইনার পরিবর্তনঃ প্রতিদিন খাঁচার লাইনারে খাবার,পাখির মল ইত্যাদি পরে দুর্গন্ধ এর সৃষ্টি হয়।যা পাখির জন্য ক্ষতিকর। তাই প্রতিদিন এই লাইনার পরিস্কার করতে হবে।
২/ পাখির খাবারের পাত্রগুলো প্রতিদিন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিতে হবে।এবং সেগুল রোদে শুকিয়ে তারপর খাঁচায় ঢুকান।
৩/ কাগজ অথবা গামছা ব্যাবহার করে পাখির খেলনা,খাচার উপরিভাগ ভালমত ধোয়া।
সাপ্তাহিক রুটিনঃ
১/ খাঁচার ট্রে ধুতে হবে।
২/ Grate সরান।এবং ভাল করে ব্রাশ দিয়ে পরিস্কার করুন।
৩/ পাখির জন্য যে খেলনা ভিতরে ব্যবহার করছেন সে গুলো পরিস্কার করে ঘুরিয়ে দিন।আপনি প্রতি সপ্তাহে এটি করতে পারেন